Dhaka 29°C Mist

March 29, 2025 11:23 pm

ফড়িং ক্যামেলিয়া

আমি ক্যামেলিয়া। “প্রিয় ক্যামেলিয়া” নামের এই মানসিক সাপোর্ট প্ল্যাটফর্মটা করার পেছনে একটা সাদামাটা গল্প আছে। আমি মনে করি, এই পৃথিবীতে জন্ম নেয়া ও পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার কৃতজ্ঞতা স্বরূপ পৃথিবীকে কিছু দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। যেহেতু বিগত ১৩ বছর ধরে মানসিক স্বাস্থ্য সহায়তা নিয়ে কাজ করছি, তাই এই বিষয়ে আমার অভিজ্ঞতা, দক্ষতা কিছু মানুষের দুঃখ দিনের আশ্রয় হতে পারে। সেই তাড়না থেকেই  “প্রিয় ক্যামেলিয়ার” পথ চলার শুরুটা করেছিলাম। দেখতে দেখতে অসাধারণ কিছু মানুষ আমার সাথে যুক্ত হলেন, যারা জাত-পাত, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, লিঙ্গ, পরিচয়ের ঊর্ধ্বে মানুষকে মানসিক সহায়তা করছেন। এই উদ্যোগের সাথে প্রতিদিন যুক্ত হচ্ছেন অসংখ্য সুন্দর মানুষেরা, সেই সাথে আমাদের কাজের পরিধি বাড়ছে। আমরা জীবন বিমুখ মানুষদের জীবন ভালবাসতে শেখাই, আমরা দুর্বল মুহূর্তে বন্ধু হয়ে পাশে থাকি, আমরা একজন দুঃখী মানুষের জীবনে একটু স্বস্তি হবার চেষ্টা করি। 

আমরা কারা

ভালো থাকা এবং ভালো রাখার এই সফরে প্রিয় ক্যামেলিয়ার পক্ষ থেকে স্বাগতম সকলকে। আপনার মনের লুকোনো কষ্ট গুলো শোনার তাগিদেই আমাদের এই পথচলা।আমাদের একদল অভিজ্ঞ মডারেটর এবং এক ঝাঁক ভলান্টিয়ার নিরলস চেষ্টা করে যায় আপনার ব্যথিত হৃদয়ে এক চিলতে আশার প্রদীপ জ্বালাতে। এই এতোগুলো মানুষ মিলে প্রচন্ড আন্তরিকতার সাথে সর্বক্ষণ যেই সহানুভূতির হাতটা বাড়িয়ে রেখেছে আপনার জন্য… তা কিন্তু কোনকিছুর বিনিময় ছাড়াই।আপনি নতুন করে জীবনের মানে খুঁজে পাবেন, এতেই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি! আমরা প্রফেশনাল নাহ, তাই আপনার ব্যথায় প্রফেশনালিজম না মিশিয়ে এমপ্যাথি মেশাই। আমরা আপনার কষ্টের ভাগ নিতে আপনার কথা শুনি। জীবনের সাথে যুদ্ধ করতে করতে যখন পথের মাঝে ক্লান্ত হয়ে পড়বেন, তখন জানবেন- ‘প্রিয় ক্যামেলিয়া আছে’। আমরা আপনার মনের ডায়েরি, দুঃখের দিনের বন্ধু 🖤

স্বেচ্ছাবন্ধু

প্রাক্তন স্বেচ্ছাবন্ধু

প্রিয় ক্যামেলিয়া

তোমায় বোঝে…

© 2024 dearcamelia.com All rights reserved
Website Created by Raisul Islam