Dhaka 26°C Freezing fog

April 1, 2025 8:18 am

‘প্রিয় ক্যামেলিয়া’ বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সহায়তামূলক একটি গ্রুপ, যেখানে অনলাইনের মাধ্যমে যে কেউ আমাদের অভিজ্ঞ স্বেচ্ছাসেবীদের কাছে নিজের না বলা কথাগুলো শেয়ার করে স্বস্তি পেতে পারেন। আমাদের উদ্দেশ্য হল- মানুষের মনের হতাশা, একাকীত্ব, মানসিক যন্ত্রণা, কিংবা আত্মহত্যার প্রবণতা কাটিয়ে উঠতে সহায়তা করা, তাদের পাশে থেকে মানসিক ভাবে দুর্বল সময় গুলোকে অতিক্রম করতে সাহায্য করা।

প্রিয় ক্যামেলিয়া গ্রুপের সকল মডারেটর গোপনীয়তা এবং আন্তরিকতার সাথে সবার কথা শোনেন এবং সাধারণ পরামর্শ প্রদান করেন। এখানে কোন প্রফেশনাল সহায়তা, মেডিকেশন কিংবা ট্রিটমেন্ট করা হয় না। কষ্টের মুহূর্তে পাশে থেকে কষ্টগুলো ভাগ করে নেয়াই আমাদের লক্ষ্য।

Mental health Professionals (19)

Volunteer (44)

Members in group (73000)

Year (3)

প্রিয় ক্যামেলিয়া একটি মানসিক সহায়তামূলক ফেইসবুক গ্রুপ, যেখানে যে কেউ ইমেইল/মেসেঞ্জার এর মাধ্যমে আমাদের স্বেচ্ছাবন্ধুদের সাথে মানসিক কষ্ট ভাগ করে নিতে পারেন। আমাদের উদ্দেশ্য হল- মানুষের মধ্যে হতাশা, একাকীত্ব, মানসিক চাপ এবং আত্মহত্যার প্রবণতা কাটিয়ে উঠতে সাহায্য করা, তাদের মানসিক শক্তি জোগানো। দুর্বল মুহূর্তে বন্ধু হয়ে পাশে থেকে ইমোশনাল সাপোর্ট দেয়া।

আপনি ৩ টি উপায়ে আমাদের সাথে আলাপ করতে পারেন । প্রথমত, প্রিয় ক্যামেলিয়া ফেইসবুক গ্রুপে সরাসরি পোষ্ট দিয়ে হেল্প চাইতে পারেন। দ্বিতীয়ত, আপনি আপনার সমস্যা সম্পর্কে বিস্তারিত লিখে ইমেইল করতে পারেন। ইমেইল করার পরে আপনাকে আমাদের যে কোন একজন সেচ্ছা-বন্ধু সময় দেবেন। আপনি তার সাথে মেসেঞ্জার কলে আলাপ করবেন।। তৃতীয়ত, আপনি গ্রুপে  ‘তাৎক্ষণিক আলাপ করতে চান’  লিখে পোষ্ট করতে পারেন।

 ইমেইল আইডি “প্রিয় ক্যামেলিয়ার” ফেইসবুক পেইজ অথবা ফেইসবুক গ্রুপের পিন পোষ্টে রয়েছে।

হ্যাঁ , অবশ্যই পারে। গ্রুপের স্বেচ্ছাবন্ধুরা গোপনীয়তা এবং সহমর্মিতার সাথে, সম্পুর্ন খোলা মনে মানুষের কথা শোনেন । আপনি যে কোন বিশ্বাস, অবিশ্বাস, আদর্শ, লিঙ্গ, ধর্ম, বর্ণ বা জাতির হোন না কেন- আপনাকে কখনো কেউ জাজ করবে না। 

গ্রুপেই সেগুলো দেয়া আছে। অনুগ্রহ করে গ্রুপে জয়েন করে দেখে নেবেন।

না দেয় না। তবে প্রিয় ক্যামেলিয়াতে যে মেন্টাল হেলথ প্রফেশনালসরা কাজ করেন, যেমন-‘ সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সার্টিফাইড ইয়োগা ট্রেইনার, ওনারা বিশেষ ক্ষেত্রে প্রফেশনাল হেল্প করেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে।

প্রিয় ক্যামেলিয়া কে আপনি আর্থিকভাবে সাহায্য করতে পারেন অথবা এই সাহায্য হতে পারে স্বেচ্ছাসেবার মাধ্যমেও। 

যদি আপনি আর্থিক সাহায্য করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে dearforing@gmail.com ঠিকানায় আমাদেরকে ই-মেইল করুন। এ ছাড়া আর অন্যকোনো উপায়ে আমরা আর্থিক সহায়তা গ্রহণ করি না।

প্রিয় ক্যামেলিয়া

তোমায় বোঝে…

© 2024 dearcamelia.com All rights reserved
Website Created by Raisul Islam